অশ্রু ঝরে রাশে কত স্মৃতি ভাসে
মনে পড়ে কত কথা,
বড়ো মায়াময় স্মৃতি মধুময়
হৃদয়ে জাগায় ব্যথা।
স্মৃতিপথ বেয়ে যায় মন ধেয়ে
সুখে দুখে যাই ভেসে,
ছবি সমাহার হেরি বারবার
বিরহ আবেশে মেশে।
আয়ু যতো দিন রব ততো দিন
এই অবনীর বুকে,
বিধি নিল কেড়ে গেলে মোরে ছেড়ে
দহনে মরেছি ঝুঁকে।
যেদিকে তাকাই দেখি তোমা তাই
দুখের অনল জ্বলে,
তুমি ছাড়া দেখি সব শূন্য মেকি
অকালে জীবন ঢলে।
ভালোবাসা প্রীতি সুধা মাখা স্মৃতি
যাবে নাকো কভু ভোলা,
সঞ্চয় আমার স্মৃতি রাশি ভার
দিয়ে যায় মনে দোলা।