সবকিছু কেমন যেন গা সওয়া হয়ে
গেছে- খুন-জখম কিংবা ধর্ষণ!
কোন মৃত্যুতে সহজে মন কাঁদে না আর,
কেমন সবাই স্বার্থপর হয়ে গেছি।
ছাব্বিশে জানুয়ারি কৃষকদের উপর
নির্মম অত্যাচারের সাক্ষী রইল
প্রজাতন্ত্র দিবস।
কৃষক ভাইদের উপহার হিসেবে
দেওয়া হল লাঠি গুলি টিয়ার গ্যাসের সেল!
রক্তবোনা ধান রক্ষায়
রক্ত ঝরল শত শত কৃষকের,
লাঠির ঘায়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত হলো
কৃষকের পৃষ্ঠদেশ!
পুলিশের গুলিতে মৃত্যু হল এক কৃষকের!
হায়রে স্বাধীনতা!
অবুঝ কৃষকেরা বুঝল সেদিন–,
নীলকর সাহেবদের প্রেতাত্মারা
আবার ফিরে এসেছে!
মাস্ক পরা গণতন্ত্রের আড়ালে,
একনায়কের কী এক ভয়ংকর মুখ
লুকিয়ে আছে!
এমন নির্মম অত্যাচার অবিচার দেখেও
কেমন নির্বিকার সবাই!
অন্নদাতাদের কথা কে আর ভাবে!
ওদের মুখে অন্ন জুটুক না জুটুক,
আমিতো সুখে আছি!
স্বার্থমগ্ন এই জগতে,
কে কার জন্যে ভাবে!ভাবনা একটাই,
কোথায় কখন কোন দলে গেলে আখের
গোছানো যেতে পারে।
বিক্রি হয়ে গেছে মানুষ মনুষ্যত্ব মানবিকতা!