লাল সবুজের নিশান ওড়ে
স্বাধীন বাংলা দেশে,
সূর্য দীপ্ত সুখের হাসি
ঝরে খুশির রেশে।
দেশ জননীর বীর সন্তানে
ঢালিয়া শোণিত ধারা,
স্বাধীনতার সুখটি আনিয়া
শহিদ হলো গো তাঁরা।
বঙ্গ বন্ধু জাতির পিতার
বজ্র ভাষণ দানে,
বাঙ্গালীদের অন্তর মাঝে
অসীম সাহস আনে।
শপথের সনে দৃঢ়তার মনে
মরণ পণেতে লড়ে,
শত্রুর ক্ষয়ে যুদ্ধ জয়েতে
বিশ্বে নজির গড়ে।
আজকে আমরা স্বাধীন দেশ
পেলাম যাঁদের জন্য,
স্মরণ করে শ্রদ্ধা জানাই
শহিদ ভায়েরা ধন্য।