বিশ্ব জয়ের স্বপ্ন ছিল স্বাধীন চোখের তারায়,
কলমটাও বিভেদ ভুলে দেশমাতৃকার সাম্যের গান গায়।
জাতিভেদ আজও সমাজের বুকে নীরব কষাঘাত হানে,
অভুক্ত মানুষের দল বেঁচে আছে আজও অব্যক্ত অভিমানে।
শহীদ হয়েছে বীর যোদ্ধারা শূন্য মায়ের কোল,
লুন্ঠিত করেছে দেশটাকে আজ যত রক্তচোষার দল।
আমি জাগ্রত বীর সৈনিক গর্জে বহ্নি রূপে,
কলম আমার জ্বালবে আলো হয়ে মশাল অন্ধকূপে।
দেশের জন্য উৎসর্গীকৃত প্রাণ কভু রব না ম্রিয়মাণ,
স্বাধীনতা কেড়ে আনবোই জেনো পরে নিঃশব্দে মাল্যদান ।
কতো অবিশ্রান্ত অজস্র নির্ঘুম চোখে দেখেছি দাসত্বের বশ্যতা,
বহু রক্তক্ষয়ী সংগ্রাম শেষে এনেছি স্বাধীনতা।