স্বাধীনতা তুমি কার?
ত্রিবর্ণরঞ্জিত পতাকা ওড়ানো লাঞ্ছিত দেশবাসীর!
নাকি আজও ডাস্টবিনের এঁটো খাবারের জন্য কুকুরের সাথে লড়তে থাকা বিবর্ণ শিশুটির!
স্বাধীনতা তুমি কার?
সিঙ্গেল মাদারের ক্ষমতাধারী মায়ের!
নাকি কোনও এক দুঃস্বপ্নের রাতে জন্ম হওয়া ‘জারজ’ আখ্যায়িত শিশুটির মায়ের!
স্বাধীনতা তুমি কার ?
সৌন্দর্যের নিরিখে খেতাব জয়ী নারীর!
নাকি মধ্যরাতে নিলামের দরে পণ্য হওয়া রমণীর!
স্বাধীনতা তুমি কি সত্যিই স্বাধীন?
কেন তবে এই অসহায়তা?
কোন্ অদৃশ্য বেড়াজালে এই বিভাজন?
কোন্ অশুভ শক্তির হাতে তুমি পরাধীন?