একটা বিষন্ন বিকেল শুকনো ডাল থেকে ঝরে যাওয়া পাতা কুড়িয়ে সাফ করে জঞ্জাল…
একটা বিষন্ন সন্ধ্যা খুঁজে চলে নারকেল পাতার আড়ালে লুকিয়ে থাকা একলা চাঁদের আর্তি…
একটা শীতার্ত রাত আঁধারের আলেয়ানে শুষে নিতে চায় ব্যর্থতার ওম…
একটা রুগ্ন সকাল পোকা ধরা বৃন্তে মেলে ধরে অকালে ঝরে যাওয়া কুড়ির অপ্রাপ্তি…
তারপর…তারও পর….দুপুরের তপ্ত ধুলো… শূন্যতার শুষ্ক চরাচর।
তবুও….
কিছু নির্দয় শার্সি শিকল –
কিছু অসহায় ডানা ঝাপটানি-
আর নীরবতার কঠিন পাথরে ফুটে ওঠা কিছু নিথর শিলালিপি…!
সময় বন্দী থাক সময়ের আড়ালে।
ছবির ভেতরে জন্ম নিক হাজার ছবি।
সময়ের ফেরারি খামে আর কখনো সুর তুলবে না কোন চেনা স্বরলিপি..।