আয়ূষ্মান চাঁদের শরীর জুড়ে,
কলঙ্কের তিলক রেখেছে এঁকে ,
চোখ দুটো জেগেই থাকে একাকী-
ঝাপসা আলো পাকদন্ডী পথে,
সময়ের স্রোতে ধুয়ে মুছে যায় কিছু অতীত স্মৃতি…..
পছন্দ সময়ের অমানিশা ধুয়েছে মোম জোছনা,
এখন শুধুই অপেক্ষা সঠিক স্বরলিপির।
সংখ্যাতত্ত্ব ও গণিতসুত্রের নিখুঁত সমীকরণে,
উদারা মুদারার সফল একনিষ্ঠ আরোহণ অবরোহণ,
ধ্যানমৌনী তাপসের সৃষ্টি সমাহিত একাত্মে
অস্থির বৃত্ত ভেঙে খোঁজে বৈদিক নৈবদ্য,
অক্ষমতার শূন্য ভাগফলে পরাজিত উচ্ছ্বাসী অমরত্ব জীবন……..
অনাদায়ী স্মৃতি ঋণ জমে আছে ধূসর মনপাহাড়ে,
ঠিকানা খুঁজে খুঁজে বিহ্বল দৃষ্টিকোণ,
শূন্য খামে ভরে রেখেছি ভালোবাসার জলছাপ…….
আর যাওয়া হলো না জোনাকির কাছাকাছি,
সেই আঁধারের শেষ চিহ্ন কেড়ে নিয়েছে উন্নয়নের ভ্রান্তিবিলাস…..