খুব বেশিদিন আগে নয়, এক মোহনীয় স্বপ্নে,
আমি নিজেকে দেখেছি – মুকুটধারী এক সম্পদশালী রাজা হিসাবে;
মনে হয়েছিল,আমি তোমার প্রেমে পড়েছিলাম,
এবং হৃদয় আনন্দে তাল দিচ্ছিলো।
আমি আবেগের গান গেয়েছি তোমার আকর্ষণীয় জানুতে পড়ে।
কেন, স্বপ্ন, তুমি আমার সুখ চিরস্থায়ী করোনি?
কিন্তু ঈশ্বর আমাকে তার অনুগ্রহ থেকে সম্পূর্ণ বঞ্চিত করেননি:
আমি কেবল আমার স্বপ্নের রাজত্ব হারিয়েছি।
—————– আলেকজান্ডার পুশকিন
The Dream (Alexander Pushkin)
Not long ago, in a charming dream,
I saw myself — a king with crown’s treasure;
I was in love with you, it seemed,
And heart was beating with a pleasure.
I sang my passion’s song by your enchanting knees.
Why, dreams, you didn’t prolong my happiness forever?
But gods deprived me not of whole their favor:
I only lost the kingdom of my dreams.