বড় বড় বৃক্ষের মাঝে
কোথা থেকে একটা নাম না জানা
ছোট গাছ বেশ মাথাচারা দিয়ে উঠছে
সে তার শাখা প্রশাখা মেলে ধরতে চাইছে
সে স্বপ্ন দেখছে সেও একদিন
ঐ বৃক্ষদের মতোই নিজেকে মেলে ধরবে
আকাশের কাছে ।
সেও দেখবে আকাশের ঐচাঁদ – সূর্য – তারাদের।
মৃদু বাতাসে শরীর দুলিয়ে আহ্বান করবে পাখিদের
তারই শরীরে আশ্রয় হবে কত নীড় হারা পাখির।
আজ সে ক্ষুদ্র, নগন্য
ঐ বৃক্ষদের মাঝে সে ঢাকা পড়ে আছে।
একদিন সে ঠিক নিজেকে প্রমাণ করবে
মেলে ধরবে তার শাখা প্রশাখা সবার সামনে
কী আপ্রাণ চেষ্টা!
একটু একটু করে শাখা প্রশাখা বিস্তার করে
নিজের জন্য জায়গা করে নিচ্ছে।
সে জানে, সেও একদিন মহীরুহে পরিণত হবে
সূর্যের প্রথম কিরণ এসে পড়বে তার শরীরে
পাখিদের কল-কাকলিতে ভরে উঠবে তার শরীর।
সে স্বপ্ন দেখছে।