নারী _ সুজন, আজ শরীর কেমন?
আদামধুর জল করেছ সেবন?
সেরে ফিরলে প্রাতঃভ্রমণ?
নাকি এলিয়ে বিছানায় করছো শয়ন?
পুরুষ _ কোমড়ে পেয়েছি ব্যথা ভীষণ
কষ্টে নড়তে পারছি না তেমন।
নারী _ কে বাড়ি মারলে সেখানে?
কেন এমন হলো অকারণে?
তুমি তখন ছিলে না জাগরণে?
ঘুমিয়েছিলে কি অঘোর স্বপনে?
পুরুষ _ ঘুমের মধ্যে এসে মারলে যে তুমি
পেলাম তোমার পরশ স্বপ্নে আমি।
নারী _ ঘুমের ঘোরে মায়ার ডোরে
দেখলে তুমি স্বপনে মোরে?
অনুভব করে আমায়
বাঁধলে হঠাৎ স্বপ্ন ছায়ায়?
পুরুষ_ তোমার কথা ভাবি মনে
তাই তো আসো খুব গোপনে
মনের কোনে স্বপ্ন হয়ে
গাঢ় আঁধার গেলে ক্ষয়ে
তুমি যে যাও বিলীন হয়ে।
নারী_ আছে এক তস্কর
নাম তার ভাস্কর
সরিয়ে গাঢ় আঁধার
সামনে আসে আমার।
পুরুষ_ তারপর কি যে হয়
সে কথা কি বলার নয়?
নারী_ দেখি চোখের পাতা তোমার
বন্ধ থাকে না যে আর।
রয় সে চোখের কোনায়
কড়া নজর প্রহরায়
তখন দাঁড়ানো আমার
ভাল কি দেখায়?
তাই তো মরি লজ্জায়
যাই লুকিয়ে তোমার মনিকোঠায়
ঘুরি ফিরি তোমার কল্পনায়
কড়া নাড়ি নিস্তব্ধ তমসায়।