ফিরবে সবকিছু আজ বা কাল
সঙ্গে সুখ- তারা নীল সকাল ।
ফিরবে যত কূল ভেসেছে কাল ?
পরাগে ফুল হয়ে ফুটবে পাল ।
যুদ্ধে গেল যারা কফিনে বন্দী ?
শান্তি ফেরাতেই পেতেছি ফন্দি !
তোমরা গিয়েছিলে ক্ষমতা -শব ?
আমরা রণে যাব ? অসম্ভব !
শুধুই নির্দেশ , আমরা দূরে থাকি
জ্যান্ত পুড়েছে তো ? জেনেই ফোন রাখি ।
ক্ষমতা কার বেশি , প্রমাণে ধর্ষণ
ক্ষমতা নিভে এলে জ্বালাতে ধর্ষণ ।
ছিঃ ছিঃ একি কথা , লজ্জা মুখ ঢাকে ।
যেহেতু মেঘ বীজে , শেষের শুরু থাকে ।
শুরুর কথা ছিল , ধরিনি হাল
স্বপ্ন আঁকে কবি , শব্দে নাল ।