এক দিন স্বপ্ন বুকে ছেড়ে যাবো ধরা,
ক্লান্ত হৃদে এই দেহ মুড়ে দেবে জরা,
আর্ত চোখে স্বপ্ন সব কান্না হয়ে ঝরে,
তবু আমি মুক্তি পাবো ধরা ছেড়ে মরে।
তবু কেন আজ স্মৃতি ভিড় করে মনে,
কতো ভালো বাসা দেয় কত জনে জনে।
জানি সব কিছু মায়া তবু আহা মরি,
মায়া ভরা বুকে স্নেহ নিয়ে কি’বা করি!
পিতা মাতা ভাই সব ছেড়ে গেছে কবে,
একা আমি পড়ে আছি এই শূন্য ভবে।
আছে ছেলে মেয়ে স্বামী মায়া বেড়ে চলে,
ভাবি কাকে ছেড়ে গেলে কষ্ট কম হবে!
কতো বন্ধু আছে ভবে নই আমি একা,
এই চিন্তা করে তবু মন ফাঁকা ফাঁকা।
চির স্থির যদি হতো এই ভব পার-
হর্ষ চিত্তে বাঁচা তবে হতো সত্যি সার।।