মাধবীলতা! তেমনি বেতসলতার মতো ছিপছিপে তন্বী,
যৌবন তার লালিমা নিয়ে স্বমহিমায়।
জোয়ার ভাটা তো জীবন নদীর অঙ্গ,
তবুও সুখ দুঃখের দোলাচলে ঘোমটা পরা মুখে অদ্ভুত তৃপ্তির হাসি।
ডাগর চোখে শরম মাখা বিহ্বলতা,
অস্তে যাবার পথে রবিও ওই সিঁদূর রাঙা মুখ দেখে বিভোর!
অপলক চাহনীতে প্রেমের শৃঙ্গার
ওই পেলব মুখশ্রী দেখামাত্র বিষাদের আভরণ খসে পড়ে।
যেন চাঁদনী রাতের পূর্ণ শশীকলা
সেই যুবতী যে আমারি স্বপনচারিণী!