তুমি ছুঁয়ে দিতেই আমার আকাশে ফুটেছিলো রঙধনু
দখিনা বাতাস চুপিসাড়ে ঢুকেছিলো চিলেকোঠার ঘরে
আমার অতি প্রিয় তানপুরায় বেজে উঠেছিলো মিলনের সুর
প্রবল শৈত্যপ্রবাহেও মনের কোণে জমেছিলো ফাল্গুনী প্রেম
শুকতারা অস্ত যেতেই পাখিরা জেগে উঠেছিলো আপন কুলায়,
আমি দেখলাম তুমি কোথাও নেই আমি একা জেগে বিছানায়।