চলো। পুকুরপাড়ে গিয়ে বসি
স্বার্থপর গাছেদের মাঝে
যেখানে পাশ দিয়ে বয়ে গ্যাছে আরেকটি পুকুর। আগে এক ছিল, মন্থন বিষের মত জল ছিল, আলাদা হয়ে অস্বচ্ছ হয়ে গ্যাছে
উঠে এসো। শান্ত জায়গায় গিয়ে বসি
লোকজন থাকবে, বিনয় থাকবে, সুখ থাকবে অথচ কেউ তাকিয়ে থাকবে না
এমন কোথাও। এমন শান্ত কোথাও
পুকুরপাড় অশান্ত।
ওদের জলে দুপুরবেলা আজও একটাই আকাশ দেখা যায়
এসো। কবরস্থানে গিয়ে বসি। এসো।