ছোট্ট সোনার আজ জন্মদিন
বছর ঘুরে এলো,
নানা রকম উপহারে
ঘর যে ভরে গেল।।
জন্মদিনে সোনাকে মা
দিল আঁকার খাতা,
হিজিবিজি করে গেল
ভর্তি করল পাতা।।
সোনার বাবা দিলেন দেখি
টিকলি আংটি বালা,
গরম কালে পরতে হবে
লাগছে সোনার জ্বালা।।
দাদু ঠাম্মি দিলেন তাকে
নতুন অনেক জামা,
হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে
সোনা দেয় যে হামা।।