কিছু , কিছু পদধ্বনি চমকায় ভূমি
অপেক্ষারা হতাশায়,
সতেজতা হারায় জীবন, সবুজ পাতারা খসে।
কি আশায় দিন গুণী,শতাব্দী বিড়ম্বনায়।
দ্রোহকালের চক্রব্যূহ –
এখনো কি অনন্তকাল, উন্মাদ এলোকেশী রক্তচায়
ক্রুদ্ধ প্রতিশোধ স্পৃহায়। হবে কি কলংকিত ইতিহাস-
যুগান্তরের বসুধা ?
জনান্তিকে প্রশ্ন ছুরি – কোথায় আনন্দবাজার –
একটা গর্ভ সুচিতায় বাঁচুক পরশুরামের ভ্রূণ বহনে।