পৃথিবীর প্রথম বৃক্ষ তুমি
আমি পাখি জন্ম চাইলাম
কিছু আনন্দ যোগ হতে হতে
ঢেউ ওঠে চোখে
উদাস হাওয়ায় নৌকা আঁকি বারবার
সূর্যের রস মেখে পালকে পালকে
ঘুমিয়ে পড়ব লোমশ বুকে
ভীষন রঙ তুলি ভালবাসি
তোমার রঙ রূপ
পাল্টে ফেলি অজস্র কোটিবার
আর ততবারই জন্ম নিই
নতুন ভাবে ভালোবাসার জন্য
তুমি রাতের প্রথম তারা
আমি বকুল জন্ম চাই
তোমার চোখে
নিজেকে দেখব বলে
তুমুল তপস্যা করি
তুমি অরন্য-পথ
আমি নদী জন্ম চাই
তোমার প্রেমিকদের মা হব
স্তন থেকে চুঁইয়ে পড়বে বৃষ্টি
ওরা দুহাত পেতে শিশু যেন
আলোর পথ দেখিয়ে দিয়ে
এগিয়ে যাবো অন্য বুভুক্ষু দের জন্য
তুমি কবি
আমি কলম জন্ম চাই
জানি
এ জীবনে আর কেউ আমার
জায়গা নিতে পারবেনা
মেঘ শাড়ি পরে এলোচুলে
কৃষ্ণচূড়ার গয়নায় সেজে
গান বাঁধলেও পাবেনা তোমার মন
কারোর হাত থাকবে না ও হাতে
শুধু প্রতি ধক্ ধকে্
মিশে থাকবে আমার গন্ধ
সঙ্গম শেষে
নড়ে উঠবে ফুটফুটে কবিতা