কে যেন হায়! ডাক দিয়ে যায়
লড়বি নাকি ওরে
আমার আছে এটম বোমা
সবাই যাবি মরে।
কারা যেন লড়াই করে
ধর্ম দোহাই দিয়ে
রক্ত তাদের ধুলায় লোটে
সব গরিমা নিয়ে।
ধ্বংস সৃষ্টি একের কীর্তি
মানব গড়েন যিনি
পাপের বোঝা মাথায় নিয়ে
ভালোবাসেন তিনি।
একটা একটা কোষ দিয়ে হয়
সাধের মানব দেহ
অপার টানে আটকে রাখে
শক্তিশালী কেহ।
ভিন্ন চিন্তা ভিন্ন ভাবনা
মিলুক না এক সাথে
রাম রহিম আর শিখ ইসাইয়ের
হাতটা থাকুক হাতে।