সূর্য ডুবলেই আঁধার ।
উৎপত্তি হয় শত শত জটিল ধাঁধার ।
সমস্যাগুলো আরো জটিলাকার ।
সাহায্য চাইতে গিয়ে দেখি, বন্ধ সবার দ্বার ।
আর একটু দুরে গিয়ে দেখি, কাঙালের হাহাকার ।
সবাই ভাবছে, ভীষণ শান্ত পৃথিবীটা রাতে ।
কিন্তু না, কান্না লুকিয়ে হাসছে সবাই ,
কেউ বুঝতে পারে না যাতে ।
বর্বরতার আবরনে ঢেকে আছে পুরোটাই ।
দেখি লাল – লাল চোখ যেদিকে তাকাই ,
বুঝি সব করিবে গ্রাস ।
রাতের পৃথিবী শান্ত নয়, সবার কাছেই ত্রাস ।
ঝিঁঝিঁ পোকা দেয় অশনি সংকেত ।
কালো কালো আবছা ছায়া, বোধহয় ভূত – প্রেত ।
দম বন্ধ করা পরিবেশ ।
প্রানের ভয়ে বিচ্ছিন্নতায়, ধুঁকছে সারা দেশ ।