সূর্যের নির্দেশে হাঁটু গেড়ে বসি (Surjer Nirdeshe Hatu Gere Bosi)
আমরা চাঁদের অজান্তে ঘুমন্ত বুড়ির তাঁতঘরে
অনন্ত লোভের নালে অশান্ত বালুচরি বুনেছি ।
পর্বতমালার নিষিদ্ধ নির্জনে টন টন কংক্রিট পুঁতেছি ।
আরণ্যক নীল জ্যোৎস্না -আলয়ে
লকলকে লাল আগুন জ্বালিয়ে
রাতভর খান্ডব নৃত্য করেছি ।
উর্বরা নদীর স্বতঃস্ফূর্ত ইচ্ছের স্রোতে
অক্টোপাসী পাকদণ্ডি প্রাকার গড়েছি ।
অলভ্য আকাশ-ফলের নেশায়
সারি সারি কামনার কামরা ছুটে চলেছে
দুধগঙ্গা ছায়াপথ বেয়ে।
চক্রব্যুহের হলুদ বৃষ্টিতে পুড়েও
আমরা প্রকৃতির ঘন ঘন গর্ভপাতে
নির্বাক উদাসীন থেকেছি ।
অরণ্য , চাঁদ , ছায়াপথ , পর্বতমালা , নদী…
কারোর অনুমতির তোয়াক্কা করিনি ।
শ্বাসঋণী এসো , হিমবাহ-জলবায়ু -সমুদ্র-জলতল…
সকলের কাছে সূর্যের নির্দেশে
আকন্ঠ হাঁটু গেড়ে বসি ।
পুনশ্চ :- এ কোনও কবিতা নয় ,প্রকৃতির সতর্কীকরণ ।