সুরঞ্জনা, ভালোবাসি বলেই এঁকেছি তোমার চোখ,
ওষ্ঠরেখায় স্পষ্ট করি হাসির কল্লোল।
চোখেতে বর্ষার মেঘ অঞ্জন,
ভ্রু যুগল হতে উলম্ব রেখা ছুঁয়েছে সিঁথি।
ডাগর চোখ দুটো অনেক কথা বলতে চায়।
ছোট্ট কপালে লতিয়ে আছে এলো চুল।
মিষ্টি মুখখানা তুলে দেখো সুরঞ্জনা।
কত অপরূপ বাহারি রঙের খেলায় তুমি,
স্নিগ্ধ মুখে প্রভাতের নির্মল আলো।
ভালবেসে তোমায় গড়েছি অতি যত্নে,
কানে ঝুমকো, গলায় পুঁতির মালা,
যেমনটি ভালোবাসোপরে, দেখো আয়নায়। সুরঞ্জনা, কালো টিপে মেঘের চঞ্চলতা
ডুরে আটপৌরে শাড়িতে সেজেছ বেশ।
খোঁপায় বেলি ফুলের গন্ধে প্রজাপতির ভিড়,
রূপের জাদুতে মেঘ-বৃষ্টির খেলা।
সবুজ মাঠের দোলনায় দুলছ তুমি।
জলের বিন্দু বিন্দু রেখা চোখে মুখে।
অপূর্ব! আজ তোমাকে দেখছি দু’চোখ ভরে,
সুরঞ্জনা ভালো থেকো এই পৃথিবীর বুকে।