ভূমিষ্ঠ হোক এমন একটা লিটল ম্যাগাজিন,
যার প্রতিটি সংখ্যা জুড়ে থাকুক এক তেজোদ্দীপ্ত দেশপ্রেমিকের পরাক্রমশালী জীবন ইতিহাস,
যাঁর নির্ভীকতায় কেঁপে উঠেছিল আসমুদ্র-হিমাচল।
আপোষহীন স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ
সেই অদম্য সৈনিকের দরাজ আহবানে সাড়া দিয়ে
রক্তের বিনিময়ে বন্দী ভারতমাতার শৃংখল
মোচনের অঙ্গীকার করেছিল আপামর ভারতবাসী,
ম্যাগাজিনের প্রতিটি পাতায় রক্তের অক্ষরে থাকুক লেখা সেই রাষ্ট্রনায়কের সংগ্রামী গল্পগাঁথা,
যিনি অবিভক্ত স্বাধীন ভারতের স্বপ্ন দুচোখে এঁকে, সত্যাদর্শে ও আত্মবলিদানে উৎসর্গ করেছিলেন নিজেকে।
স্বাধীন চিন্তা-চেতনার অনঙ্গ খসড়া হৃদয়ে প্রতিপালন করে,
শতশত গহন ক্ষত নিয়ে ক্লান্তিহীন নাবিকের মতো দিয়েছিলেন পারি সূর্যোদয় থেকে সূর্যাস্তের পথে অবিরত,
ম্যাগাজিনের প্রতিটি চরণে থাকুক লেখা স্বর্ণাক্ষরে সেই কান্ডারির অমোঘ বাণী-
“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”।
যাঁর “জয় হিন্দ” ধ্বনিতে মুখরিত হয় আজও স্বাধীন ভারতভূমি
তাঁর স্বাধীন জীবনাদর্শের রংধনু আর সেই রঙে জীবন্ত হয়ে উঠুক প্রচ্ছদের প্রতিটা শব্দ,
সমাজ অবক্ষয়ের সারণিকা দূরে সরিয়ে
অর্থলোলুপতা, ভোগবাদ আর শাসন-শোষণের রংতুলি ছুঁড়ে ফেলে
নব্য সমাজের রূপকার হয়ে থাকুন তিনি চিরউজ্জ্বল জ্যোতিষ্কবলয় রূপে,
লেখা থাকুক সেই বীরপুরুষের জয়-জয়কার।
শব্দ ও কবিতায় থাকুক লেখা সেই গৌরবান্বিত জীবন আর জীবনী, ছন্দের নির্বিবাদ সমাহার।