যন্ত্রণায় সিক্ত প্রহর যাপন আমার আপন
নিদ্রাহারা নিশীথে কে এসে ফিরে যায়
কিই বা আছে তাহার কারণ?
ভেজা বালিশ
স্মৃতির কাছে করেছিল নালিশ
আগন্তুক পাখি আজ ঠিকানা খুঁজে পায় নির্দ্বিধায়
জানালার বাইরে আকাশের গায়ে সালিশি হয়
বিপক্ষে আগুন; পক্ষে পালিশ হেসে রয়
উত্তর খুঁজে খুঁজে ফল সব ঝরে যায়
মাঝি সব কোনমতে বুঝে বুঝে, ভয়ে সে কথা না বাড়ায়।
কথা দিয়ে কথা রাখার জাহাজ গেছে ডুবে মৌলিক কারণে
কথার কথা ই কথা হয়ে ফোটে আজ মিথ্যাকে গ্রহণে
প্রজন্মের সামনে একটা বিপ্লব আসিবে আগামীর ভোরে
আসিবে গতি; জাগিবে জাতি;যদি না থাকি মোরা ঘুমের ঘোরে।
ইতিহাস হবে অবনতি
আসিলে ইহ উন্নতি
উষার বাতাস
দিলো এই আভাস
ফিরায়ে আনিব মোরা পুরনো সংহতি,
সবুজের মাঝে অবুঝের ছায়া
নিল কাড়িয়া প্রানের মায়া।
আজ শুধু ভালোবাসা ভেঙে যায়
শুকনো ডালের খোসার মতো
পিপীলিকা তবুও সঙ্ঘবদ্ধ হয়ে হেঁটে যায়
মনে লয়ে পাহাড় সমান প্রবল ক্ষত
সারিবদ্ধ সংহত আছে দেখো অহরহ অবিরত
সভ্যতার চেতনাকে করিতে জাগ্রত
নিরক্ষর প্রতিকূল
ক্রমশ ফোটায় ফুল
তথাপি সময় তাহারে করিছে বারংবার প্রয়াস করিতে প্রতিহত।