সুখটা যদি চাওগো পেতে
কর্ম করা চাই,
কষ্ট করলে কেষ্ট মেলে
পুঁথিপত্রে কতই পেলে
বুঝে দেখো ভাই।
অসত্য আর অধর্মের পথ
দেয়না কভু সুখ,
পাপের কাজে মনটা কালো
সুকাজেতে জ্বলবে আলো
ঘুচবে সকল দুখ।
সমাজ হিতে করলে কর্ম
সবাই দেবে মান,
দীন দুখীর থাকলে পাশে
পাবে মনে শান্তি রাশে
একটু করলে দান।
জীবন মেয়াদ স্বল্প দিনের
ভেবে দেখো মন,
হিংসা বিবাদ ছেড়ে যারা
প্রীতির ভাবে থাকে তাঁরা
প্রভুর প্রিয় হন।