ছক কোষে মসৃণতা খোঁজা রক্তকণায়
প্রিয়তম সাধ হয়ে কাটাই সুখীকাল।
অন্তহীন সতর্কতা ভেঙে চুরমার সহসা
কারোর কুঠারাঘাতে,
সাবলীল রাজপথে ধস নামলে হাঁটাটাই
আরো আরো জটিল,
মেপে মেপে পা ফেলা।
সিঁড়ির পর সাজানো সিঁড়িতে
খাঁজে খাঁজে তিমিরাচ্ছন্ন। গোচরীভূত নয় কিছুই।
এত এত অঙ্ক কষেই অসম্পূর্ণ শিক্ষায়
চড়াই পথে পেলই না বন্ধুর অকৃপণ হাত।
তাকিয়ে থাকি তাই এখনো শিখতে
তাকিয়ে থাকি দূরাগত পাখিটির দিকে।