হল না লেখা
পাখিজানালার মাঠকথা
জানালা শিক্ষক হলে
চোখের মৃত্যু ঘটে
ঠিকানা বিহীন আয়ু
তার ধানমাঠ,বাগান বাড়ি
ব্রততী তোমার মানচিত্রের মুখখানি
মিষ্টি রোদের ফুল
জল অক্ষরে অক্ষরে নদীবক্ষে
নৌকা গান
সব কিছুই রহে গেল আকাশের নীলখামে
রদ্দুর কলম প্রতিদিন কত চিঠি লিখে
এক একটি চিঠি দরজার জন্ম দেয়
থাকে বৃষ্টির বিঞ্জাপন
কিংবা
আলোর হাল লাঙ্গল
বযস তেঁতুল পাতায় বাড়ে
ঝরে পড়ে ছায়াচাখে
অশ্রুরা মাটির বাড়ি ঘর বানায়,বাগান ও
পড়ে থাকে জীবন আলপথে
চৈত্রের নামাবলী
ক্রমশ মৃত্যু নামে মেয়েটির
প্রেমে পড়ি
তুমি সরিয়ে না ছায়াতল
তৃষ্ণার নদীকথা
শরীর চশমা হয়
নিরক্ষর নক্ষত্রের ধানমাঠে
আত্মা হয় বীজধান
নামে উলঙ্গ অন্ধকার
দেহ দৃষ্টি হারায়
যন্ত্রণা গুলি অবিকল নিঃশ্বাসের শালগ্রাম শীলা
আজ ও একসমুদ্র কালি লেখা হল না
তোমাকে খুব ভালোবাসি