ভাবতে বসে খাচ্ছি খাবি
কোথায় গেছে সখা মোর,
পরাণ করে আকুল বিকুল
দুচোখ জুড়ে আঁধার ঘোর।
দহন তাপে হৃদয় কাঁপে
বক্ষজুড়ে তৃষ্ণা খুব ,
শতেক মধুর স্মৃতির গাঁথায়
বিবশ মনটা দিচ্ছে ডুব।
বেশ বুঝেছি মন জেনেছে
সুজন বিনে থাকা দায়,
তাইতো তাঁকে খুঁজে বেড়াই
আয়রে বন্ধু,ঘরে আয়।
হৃদয় আমার তোকেই দিলাম
সেকথা তো বুঝলি না,
সোহাগ মাখা শতেক স্মৃতি
ভুলটা বুঝে দিলি ঘা।
মাঝি ছাড়া পানসি আমার
দুখ দরিয়ায় হাল ছাড়া,
মনের কথা কাকে বলি
উপায় খুঁজে পথ হারা।