সাঁই সাঁই ছোটে পাঁই পাঁই করে দুচাকায় সাইকেল,
বাংলার মেয়ে সাইকেল নিয়ে দেখালো যে বড়ো খেল।
গণ্য, নয়কো নগণ্য মোটে সাইকেল অতিশয়,
সবিতা মাহাতো দক্ষ ভীষণ সাইকেল চালানোয়।
জয় করে এলো উম লিং লা য় সাইকেলে ভর করে,
তাইতো বলছি সাইকেলে কেউ দেখোনা তুচ্ছ করে।
সাঁই সাঁই ছোটে পাঁই পাঁই করে দুচাকায় সাইকেল,
বাংলার মেয়ে সাইকেল নিয়ে দেখালো যে বড়ো খেল।
গণ্য, নয়কো নগণ্য মোটে সাইকেল অতিশয়,
সবিতা মাহাতো দক্ষ ভীষণ সাইকেল চালানোয়।
জয় করে এলো উম লিং লা য় সাইকেলে ভর করে,
তাইতো বলছি সাইকেলে কেউ দেখোনা তুচ্ছ করে।