ভেবেছিলাম নীরবই থেকে যাবো আজীবন
তবুও তুমি বলেই যাচ্ছ অসম্ভব বদলে গেছে
আমাদের সম্পর্কের গরিমা,স্তব-স্তুতি-ধ্যান
আর আমাদের ভালোলাগা প্রশ্রয়ের ধরণ
আমাদের সেই প্রথম দেখার মায়াবী মুহূর্তের
যে অনুভূতি ছিল তোমার চোখে মুখে
বলতো,আজও কি আছে তা ঠিক আগের মতো?
অথচ সে কথা মনে হলে এখনও
দু’চোখ ভরে জল গড়ায় খুশিতে
স্মৃতির উঠোন জুড়ে ভেসে ওঠে স্বপ্নের দগদগে ক্ষত
ফিরে তাকাও নিজের দিকে তুমি
সিঁড়ি ভেঙে ভেঙে নিজের গভীরে নেমে
কান পেতে ওই শোনো
যে ঝড়ের প্রলয় তুলেছিলে বুকে একদিন
সে প্রলয় তো থেমে গেছে সেই কবে
অগোচর অশ্রুপাতে অন্তঃস্থল ছুঁয়ে ছুঁয়ে
এখন সেখানে সকরুণ শূন্যতার স্রোত বয়ে যায়
তবুও আমি যখন ফিরে ফিরে আসি তোমার কাছাকাছি
তুমি আমার প্রকৃত সহচরী হয়ে উঠতে পারলে কই !