দিঘী ভরা জল
করে ছল ছল
যৌবনের তরুলতা করে টলমল
সরল দীঘির কানায় কানায়
নরম ঢেউয়ের কথারা আশ্রয় নেয়
ঘাসের প’রে দিঘির ধারে হেঁটে চলে প্রাণী সকল
ঘাসের উপরে ছোটে শিশু, ছোটে ছাত্রদল
দিঘির পাড়ের প্রাণী কূলেদের বারে মনবল।
মাথার ওপরে ছিল যত মেঘ উড়ে গেল সবে তারা
চারিপাশে দাঁড়ায়ে বৃক্ষ যারা; তারা মাথাগুলি দেয় নাড়া
উড়ে যায় কত পাখি; হয় কত ঘর ছাড়া
তরল দীঘির সরল মায়ায়;
দেখো কত প্রেম ঝরে যায় ছায়ায় ছায়ায়
দিঘির জন্য কেউ একটুও দাঁড়ায়নি, একটুও ভাবেনি হায়
কত যে সাগর নদীর জলোচ্ছ্বাসের আড়ালে
রয়ে গেছে দিঘির জলের না দেখা প্রেম,সবই যেন আবডালে
অবকাশ আর দীর্ঘশ্বাস মিলে হয় নির্মাণ নিঃশ্বাস চিরকালের।
সকলের আড়ালে এক সময় দীঘিটাও গর্ভবতী হয়
আশ্চর্য হয় জগতের সকল প্রাণীকুল
একবারও কেউ দেখেনি, দেখেনি কেউ একবারও প্রেমময় দীঘির হৃদয় আকুল
দেখেছে সকলে তারা, দেখেছে কেবল দিঘীটার জীবনের ভুল।