এত যে হাত ধুই সাবানে
তবুও মৃত্যুর ছায়া মোছেনা।
জীবন যুদ্ধে রক্তাক্ত সরণি বেয়ে-
অপেক্ষারা ঘামে ভেজা শরীরে
অপেক্ষায় আছে অনন্তের বহুকাল।
এখনো কুরুক্ষেত্রে বারুদের গন্ধ ছোটে
মুছে গেছে অস্তিত্ত্বের ঠিকানা ,পরাজিতের –
রক্তের নদীতে মিথ্যাই গণতন্ত্রের বাসনা।
এত যে ক্ষয়-ক্ষতি ,আস্ফালনের আরতি-
খুঁজি শুধু খুঁজি , আমারও দায় কতটা হিসাবে।
নীরব দৃষ্টি হতাশা ক্ষরণে ক্লান্ত
নিভৃত তমসে চেনাস্বর কথা বলে
কিছু কিছু কাছাকাছি নিয়ে আসে বিপন্ন-বিষন্ন অভিব্যক্তি
আমাকেও যেতে হবে অজস্র ক্ষয়ের মধ্য দিয়েই।
আর নয় অপেক্ষার ব্যর্থতা,সময় ডেকেছে বহুক্ষণ।
শ্বাসটুকু যদি নিতে চাও-
নখ-দাঁত শান দিয়ে,দিয়েই সূচালো মেহনতি-
আর শিকারির চোখে জেগে ওঠো,
এখনই রুদ্ধ খাঁচা খুলে প্রাণ বের করার সময়
অনেক রক্তস্রোত অযথাই বয়ে গেছে শস্যক্ষেতে …।