ভরে আছো মন
স্বাদু মৌ – বন
ছায়ারা কৃপণ মনে যৌবন ।
চুপ ঢিলে চাল
নাচছে ত্রিকাল
পরাগের পালে তারানা ত্রিতাল ।
এসো ব্যুহ ছেড়ে
মেঘেদের পেড়ে
বৃষ্টির নদী হই বেড়ে বেড়ে ।
বেজে বেজে গান
এক সুরে স্নান
সম্মত স্রোতে মিলি সাম্পান ।
ভরে আছো মন
স্বাদু মৌ – বন
ছায়ারা কৃপণ মনে যৌবন ।
চুপ ঢিলে চাল
নাচছে ত্রিকাল
পরাগের পালে তারানা ত্রিতাল ।
এসো ব্যুহ ছেড়ে
মেঘেদের পেড়ে
বৃষ্টির নদী হই বেড়ে বেড়ে ।
বেজে বেজে গান
এক সুরে স্নান
সম্মত স্রোতে মিলি সাম্পান ।