ভীড় বিকেলে হংসধ্বণি হাসি
উপচে হলে বৈঁচি ভোরের আলো ,
হ্যাঁচকা টানে সরিয়ে দিয়ে ধুলো
যোজনগন্ধা , শরীরে মন জ্বালো ।
স্রোত থামিয়ে ফিরছি নদী , কূলে
যাক মোহনা সংসারী সন্ধানে ,
প্রায় দুপুরেও জ্যোৎস্না জলপ্রপাত
তোমার ঠোঁটে আনন্দ সাম্পানে ।
সম্ভাবনার বীজ দেখেছি চোখে
অসাবধানী প্রেম ছায়া রোদ্দুরে ,
সম্মতি ফুল চুপ কেন পাপড়িতে ?
মৌনতা পাল তুলেছে সন্তুরে ।