ফুল ঝরে পড়ে
রাখে চিহ্ন বীজে
জীবন ঝরে পড়ে
বেঁচে রব তোমার
স্মৃতিতে ।
তারপর,
দিন ফুরোলে তোমার
মিশে যাবো
মাটিতে ।
ফুল ঝরে পড়ে
রাখে চিহ্ন বীজে
জীবন ঝরে পড়ে
বেঁচে রব তোমার
স্মৃতিতে ।
তারপর,
দিন ফুরোলে তোমার
মিশে যাবো
মাটিতে ।