এবং এর বাঁ পাশে আমার পূর্ব জন্মাবলীর
অগোছালো স্মৃতির শৈশব
ডানপাশে আগামী জন্মের মেঘে নদীর মধ্য জীবন
মাঝখানে জ্বলে’ নিভে সিসিফাস স্নায়ুর সন্ধানী
কীভাবে অটল হবো ?
ঘিরে আছে সারিসারি স্বজনের চুম্বক চাকা
নিজস্ব বিছানার সৈকত ছেড়ে
শুনে আসি পৃথিবীর সমূহ সংলাপ
বীজেরা কীভাবে হয় অরণ্যের ছায়া
ভঙ্গুর পাহাড়ের কাঁধে চড়া মানুষের ভারে
ভেঙে পড়ে পাথরের শ্রম
সাগর ডিঙিয়ে আসা পাখিদের পথিক উল্লাস
দেখে শুনে মিশ্র বোধের এক
আপেক্ষিক বন্য বাড়ি গড়ি
তবুও অচল এক শূন্যতা বোধ
ইঁদুরের গর্ত খোঁড়ে আধজাগা ঘুমের ভিতর
যোগ আর বিয়োগের সন্ধিতলা খুঁজি
এ বিপুল বৌদ্ধিক বিপন্নতা খুলে
আমাকে সমীচীন নগ্ন করো সাধারণ রত্নাকর মাটি
আমি এই জটিল কবিতার কোনও
অবাধ্য প্রচ্ছদ হতে রাজি নই সরযূ সিথান