ভয়াবহ অগ্নিশিখার মত
জীবনতটের পটে পদক্ষেপ তাকায়ে অবিরত
আমি — — —
হিংস্র ধুমকেতুর চেয়েও দ্রুতগামী পথিক অসংযত
অদূরেই মৃত্যু নিশান আঁকা,তবু অমীমাংসিত যুদ্ধে হই সংহত
বিনিদ্র প্রলেপ আমায় দিয়ে যায় সমাধান
আমি — — — —
চাক্ষুষ প্রমাণের ঘাড়ে চেপেও লিখে যাই সত্যের নিদান
নিদানে বিধান আনে, আমার বক্তব্যে থাকে কিছু অবদান
নিষ্পৃহ দেবতার ঘরে জন্মাবো আমি
আমার মন; দেহ; শরীর; নয় কোন দামি
দামি — — — —
কোন ভূমিকার চাদরে বিভক্ত রেখেও নিজেকে বিলাই সচরাচর
এসো চলো ভালোবাসি সবাইকে সবাই,
সকলেরে করি এসো সমাদর
কেন এত দূরে যাও,মায়ার পরশ নিয়ে হাতটি বাড়াও
এ সমাজ, এ পৃথিবী, এ দেশ,
হয়না বিভাজন ইহা যে আমাদের সবার।