শূন্য থেকে মহাশূন্যে সংশয়ী চিত্তে নির্যাতিতার বিচরণ,
আলো-আঁধারী ঘন কুয়াশার সমাজের নব সমীকরণ l
অশিষ্ট শয়তানের ভিড়ে নীরব,ভীত অত্যাচারিত নারী,
অশালীন পর্বতের চূড়া হতে নিঃসৃত শোণিত সারি সারি l
অসহায় নিরীহ প্রাকৃতজনের ডেরায় নিভু নিভু আলো,
অনতিদূরে রক্ত চোখ জীবন ও মানবতাকে করছে ঘোরালো l
প্রাগলভ্য ভঙ্গিতে বেহায়া হিংস্র নরপশুর দল,
লালসার কালো ধোঁয়ায় জীবনে সৃষ্ট কোলাহল l
ভালোমানুষের আড়ালে কুকীর্তির প্রচ্ছদে লকলকে জিব,
অসভ্যের নজর পড়ে মরা নদীর ন্যায় নির্জীব l
মহাকালের রক্তাক্ত শিকলে আবদ্ধ নিঃশ্চুপ সমাজ, ধর্ষিতার রক্তের ঢলে নিমজ্জিত সমাজের নেই লাজ l
মাটিতে রাগারুণ শানকি হাতে অসহায় মানুষ,
অবগুণ্ঠিত সাত্ত্বিক নারীর সত্তা নিয়ে নেই হুশ l
শান্তির কৈতর কবে হতে তীর বিদ্ধ,
স্বপ্নশূন্য মহাকালের অন্তঃপুরে গণতান্ত্রিক ঋদ্ধ l
অসহায় জীবন কাটছে এ কোন ছলে,
ডুবে আছি মিথ্যে অহমিকার মায়াজালে l