সময়ের সমুদ্রে থাকো তুমি,
তবু দেখো এতোটুকু সময় হয় না তোমার!
ভেবো না কিছু চাই তোমার কাছে।
মনের খেয়ালে কাছে আসি,
চলেও যাই আপন খেয়ালে উড়ুক্কু মেঘের মতো পাখনা মেলে।
ঠিক যেমন মেঘ ভাসে আকাশের বুকে।
ধরিত্রীর বুকে দোলে কাশ ফুল, ফোটে নামহীন গোত্রোহীন বনফুল।
কেবল পাঁচ সাত দিন নয়, ব্যাস্ত থেকো, মেঘ কে তুমি ভুলে থেকো চিরদিন,যুগ যুগান্তর ধরে।
একদিন ঠিক উড়ে উড়ে যাবে মেঘ সাত সমুদ্র তেরো নদীর পাড়ে।
হ্যামিল্টনের বাঁশির সুরে,
কোন এক শুখা মরু প্রান্তে,
ঝড়ে পড়বে অঝোর ধারে ভিজিয়ে সবুজ করবে বলে।
তখন তুমি বৃষ্টি বলে ডেকো তাকে।
প্রকৃতিতে, একমাত্র বৃষ্টিই তো আপন খেয়ালে আসে-যায়, ভাঙে- গড়ে, ধুয়ে-মুছে নতুন করে।