নিঃশ্বাস ফিরি করে’ ফিরি প্রশ্বাসে
আগামীতে নয়া সুখ , এই বিশ্বাসে !
পৃথিবীতে কোন সুখ , ফলে আছে ফলে
বাসির আগুনে পুড়ে ডোবে না অতলে !
তল পাওয়া সোজা নয় , ডুবুরিও জানে
জানার অজানা সীমা ভেসে যায় বানে ।
তূণতোয়া বাণক্ষেতে হই বিক্ষত
ক্ষত পোষা সংসারী , শোক যথাযথ ।
যত মশা মশারীর চারপাশে ঘোরে
তারচেয়ে বেশি ঘুম মশারি আদরে ।
দর কষে লাভ কী ? সময় তো দানী
সমীচীন দানযানে এসো দাঁড় টানি ।