আমি যতই ছোটলোক হই–
কিছু কিছু জায়গায় কিন্তু আমি পুরোপুরি ছোটলোক নই,
আমার ছোট ছোট হাত–পা;
তবু কাজ করি; বড় বড় লোকেরা পারেনা যা,
আমার মুণ্ডুটাও যেন একটু খানি
পারবো না হতে জ্ঞানীগুণী তাও আমি জানি।
যেদিকেই চোখ যায় দেখি পণ্ডিত ভুরি ভুরি
তাহাদেরই সাথে ছুটে ছুটে করি তাহাদেরই জ্ঞান চুরি,
পারিনি পড়াশোনা করতে; পারিনি শিক্ষিত হতে
শিক্ষা আর দীক্ষাহীন জীবন লয়ে এগোচ্ছি– সামাজিক জীবন শিক্ষায় শিক্ষিত হতে হতে।
পৃথিবীর সর্বশান্ত কিনারে এসে বুঝি ঠেকেছি আজ
অশিক্ষিত এই ভুলভাল আড়ম্বর সবই হয়ে যায় বৃথা সাজ
বেপরোয়া ইচ্ছে শুধু ডেকে পাঠায় আমায়
বলে…..; শুধু ঘুরে দাঁড়াও কবি, ঘুরে দাঁড়াও।
সবুর করো হে প্রিয়;
সময়ই একদিন শিক্ষিত বলবে তোমায়।