তোমা অপলক দৃষ্টি বিধাতার সৃষ্টি
দগ্ধ আমি প্রতিক্ষণ জানে অন্তর্যামী,
নতুন দিনের আশা চোখে নামে বৃষ্টি
শাশ্বত প্রেমের ক্ষণ দিবা স্বপ্নে আমি !
গগনেতে খেলা করে কপোত কপোতী
প্রেমের মাধুর্য ভরে বিহ্বল বাতাসে
নতুন রঙের ফুল দেবে কি সন্মতি
সুস্থ চেতনা নিমগ্ন জীবনের আশে!
নিঠুর প্রেমীর ছল শুদ্ধ ভাবনাতে
ফল্গু ধারায় অস্তিত্ব প্রেমের বেদনায়,
পুরানো প্রেম উত্তীর্ণ নব যৌবনেতে
স্তব্ধতা করে বিদীর্ণ ঘোর ভাঙে হায়!
কলমে আঁকে সমাজ রঙের কায়ায়
ধূসর কবিতা ফিরে সবুজ ছায়ায়!