পোড়াও সৃজন সুখে বিপন্ন আঁধার
আলোর বাসনা বীজে বসন্তবাহার ।
সমুদ্রের জলতল বেড়ে বেড়ে লয়
তার আগে শৃঙ্খলা- শ্বাসে থেকো জয় ।
উষ্ণতা রোগে রোগে রোগী জলবায়ু
আমাজন মূলে বেঁচে পৃথিবীর আয়ু ।
কাপালিক সভ্যতা যত হোক নামী
সবুজের সম্মতি সবচেয়ে দামী ।
পাখিদের বিশ্বাস আকাশের নীলে
মেঘেদের বিশ্বাস নদী খাল বিলে ।
জীবনের মালা হোক পরিবেশ- ফুলে
কবিতার শুদ্ধতা থাক মাস্তুলে ।