তোমার কথাই ভাবি আনমনে ,
সুখস্মৃতি যত রেখেছি যতনে,
বুঝিনা আজও কোন সে কারণে
সাজিয়ে রেখেছি মনের কোণে ।
নি:শব্দে বুঝি দিন চলে যায়,
উষ্ণ রোদের ওম রেখে যায়,
স্বপ্নপূরণের আবেশে অপেক্ষায়,
হাতছানি সুন্দর মুহূর্তের-রুপকথায়!
শরৎের আকাশে মেঘের ভেলায়,
সাদা কাশফুল সানন্দে মাথা দোলায়,
তবু ও কেন বিষাদের সুর ভেসে যায়,
অস্ফুট আর্তনাদে দূরে রব উঠে হায়!
অস্থির সময়ের ইতস্তত চোরাটানে,
আজানা বেদনারই অদৃশ্য পিছুটানে,
জীবন বুঝতে চায় দিনলিপির মানে,
পুরানো পথের বাঁকে সায়াহ্ন সন্ধিক্ষণে!
কখনো তোমার সাথে দেখা হলে ,
চাইবো জানতে নতুন কোনো ছলে,
আজও কি জীবন ভাবিয়ে তোলে ,
মনুষ্যত্ব এখনও কি কথা বলে!