সত্য আজ বিষম কথা
সত্যের বড় অভাব ,
অসত্যের দোলায় দোলা
আজ মানুষের স্বভাব !
অসত্যের খাঁড়ার ঘায়ে
সত্যের রক্ত ঝরে ,
সত্যকে কুপিয়ে খাঁড়া
হেসে লুটিয়ে পড়ে !
অসত্যের পথে হেঁটে
আজ যে মানুষ মহান ,
সত্যের পথটি ধরলে পরে
নির্ঘাত যাবে প্রাণ !
অসত্যের পাল্লা ভারী
করছি নিজের দোষে ,
শুদ্ধ বিচার বুদ্ধি সবই
বিবেক নিচ্ছে শুষে !
সত্য সাধক আছো যত
সামনে এসে দাঁড়াও…
অসত্যের শিকল হতে
সত্যকে মুক্ত করাও ॥