সত্য আঁকড়ে যাঁরাই চলে
তাঁরাই লভে জয়,
মিথ্যা শুধু অপযশে
জীবন করে ক্ষয়।
সত্য সদা আলোক ঢেলে
মিথ্যে করে নাশ,
বোধের পরশ জাগলে মনে
জীবন সুখে বাস।
সাধন পথে যাঁরাই চলেন
সত্য করে মূল,
জ্ঞানের কোরক ফুটলে মনে
হয় না কোন ভুল।
সত্যের মানটা রাখো সবে
মিথ্যেটা থাক দূর,
সঠিক দিশায় চললে পরে
জীবন মাঝে নূর।
মিথ্যে মাখে কলঙ্ক যে
করলে মন্দ কাজ,
সত্যে যদি জীবন গড়ো
পরবে যশের তাজ।