মিথ্যের ভূস্বর্গে সত্যের স্মরণ সভা হয়!
সত্য শোকে মুহ্যমান যারা,তারাও
আজ আর কেউ বেঁচে নেই,
তাঁরাও তারা হয়ে গেছে কোন্
তারকার দেশে।
মিথ্যে আজ মহারাজ,
মিথ্যের ভূস্বর্গ বানাবে বলে
প্রতিশ্রুতি দেয়।
সত্যের কবরে বসে সত্যের
জন্য যতই কাঁদ না কেন,
সত্য আর ফিরবেনা কখনো!
সত্য ছিল সত্যযুগে!
সত্যের সঙ্গে বেঁচে ছিল
সত্যবাদী যুধিষ্ঠির!
সে সত্যও নেই,সে সত্যবাদী
যুধিষ্ঠিরও নেই!
মিথ্যের যুগে নির্বাসিত ধর্মরাজ
কাঁদে সংগোপনে!
যারা যত মিথ্যে বলতে পারে
তাদের-ই কদর ততো বেশি!
মিথ্যেবাদীরাজা সত্যের
মুখোশ পরে ঘোরে!
ধর্মের দোহাই দিয়ে
মন্দিরে মন্দিরে ঘুরে
অসত্যের বেসাতি করে!
বোকা প্রজারদল তাতেই
মোহিত হয়!
মিথ্যের মহারাজা,
একঝুড়ি মিথ্যে নিয়ে
ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে,
মিথ্যের স্বপ্ন ফেরি করে!
বছর পেরিয়ে বছর আসে,
বসন্ত পেরিয়ে বসন্ত আসে,
স্বপ্ন সত্যি হয়না কখনও!
নতুন নতুন বৃক্ষপত্রে
সজ্জিত হয়ে আবার বসন্ত আসে!
নতুন স্বপ্ন দেখায়!
ভোট পেরিয়ে ভোট আসে,
বসন্তের কোকিলের মত
ফেরিয়ালারা আবার আসে
নুতন নতুন স্বপ্ন ফেরি করে !
বসন্ত সমাগমে আবার বৃক্ষ শাখায়
নতুন নতুন স্বপ্নের ফুল ফোটে,
নব নব আশা-ফুলে বৃক্ষ ভরে যায়!
কেউ বোঝে না, মিথ্যের ভূস্বর্গে
সত্যের স্বপ্ন দেখা আকাশ কুসুম
কল্পনা-বিলাস ছাড়া কিছু নয়!