Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সত্যজিৎ এক অনন্য প্রতিভা || Manisha Palmal

সত্যজিৎ এক অনন্য প্রতিভা || Manisha Palmal

সত্যজিৎ এক অনন্য প্রতিভা

সত্যজিৎ রায়….বিশ্ববরেন্য চিত্রপরিচালক,লেখক,শিল্পী….আরও কত কি! তাঁর গুণপনা র বাখান করতে বসলে কলম থামবে না । আমি এক অনুরাগিনী র দৃষ্টি তে তাঁর জন্ম শত বর্ষের উৎযাপনের চেষ্টা করছি! উপেন্দ্র কিশোর ও সুকুমার এর পরবর্তী প্রজন্ম তিনি ! এঁদের যে উত্তরাধিকার তিনি বহন করছিলেন তার সুফল পাচ্ছি আমরা ও আমা দের সংস্কৃতি জগৎ॥ তাঁর লেখনী র অমোঘ রচন কিশোর মননে যে মাতন তোলে তার রেশ সারা জীবন থাকে। ”ফেলুদা”চরিত্র ভালোবাসে না এমন বাঙালী কিশোর কিশোরী বিরল।”প্রফেসর শঙ্কু” তো সর্বকালের প্রিয় চরিত্র। আর চলচিত্র? স্কুল জীবনে র প্রথম স্মরনীয় চলচিত্র যা আমার স্মৃতি তে উজ্বল তা হল__গুপী গাইন বাঘা বাইন । সেই শুরু হল তাঁর সিনেমা কে ভালোবাসার ॥ আস্তে আস্তে যখন ”পথের পাঁচালী” দেখলাম….আমার মননে স্হায়ি ছাপ ফেললো অপুদূর্গার যুগলবন্দী॥বিভূতিভূষনে র উপন্যাসের সার্থক চিত্ররূপ দেখলাম ।এর পর আপরাজিত…অপুরসংসার…. যেন সব ভাবনা কে ভাসিয়ে ভালোলাগায় ভরিয়ে দিলো। জীবন চক্র গড়িয়ে চললো তার নিজের নিয়মে!মন ন ও সমৃদ্ধ হল তাঁর বিভিন্ন সিনেমার মাধ্যমে…..গণ শত্রু,শাখাপ্রশাখা, অরন্যের দিনরাত্রি…..আবার অরন্যে…..কত না জীবন কাব্য।”শতরঞ্জ কেখিলাড়ী ‘ ‘ তো এক চলচিত্রকবিতা।ভারতীয় দের মধ্যে সবচেয়ে বেশী পূরস্কার কে পেয়েছেন __এই কুইজের একমাত্র উত্তর…”সত্যজিৎ রায়”।

বাংলা সাহিত্যের ”দাদা” দের মধ্যে ”ফেলুদা”র স্হান .চিরদিন ই উজ্বল থাকবে। বাঙালী কিশোর মন গোয়েন্দা ফেলুদার প্রেমে বিভোর থাকবে আবহমান কাল । আজ তাঁর জন্ম শতবর্ষে আপামর অনু রাগী দের তরফ থেকে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রনাম ॥ আগমনী র কাশফুলের দোলা আমাদের মনে করাবে ”অপু দুর্গা র কথা!কালবৈশাখীর ঝড়ে আম কুড়ানো র সময় মনে পড়বে পথেরপাঁচালীর চিত্ররূপ। কিংবা_হরি দিন তো গেল সন্ধ্যাহল পার করো আমারে__ শুনলেই চোখের সামনে ভেসে উঠবে বাঁশ বাগানে দুর্গার পিসির মৃত্যু দৃশ্য॥ অনুভবী বাঙালী মননে শিল্প সংস্কৃতি র ক্ষেত্রে সব সময় অনুরনিত হবে তাঁর স্মৃতি……..!ভুলি কেমনে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *