আর কতোকাল হেঁটে হেঁটে যাবো এই পথে
অজস্র জঞ্জাল ঠেলে ঠেলে!
অবহেলায় কিছু ফেলেছি এদিকে সেদিকে
কিছু রেখেছি আঁচলে তুলে।
হেঁটে হেঁটে ক্লান্ত আমি হয়তোবা সামনেই আছে
গন্তব্যের শেষ চিহ্ন । কিন্তু আমি
আঁচলের বোঝা বয়ে আর কতো বেড়াবো ? ফেলে দেবো?
যদি কিছু থাকে তাতে দামী?
সামান্য ভেবে যদি ফেলে দিয়ে চলে যাই আজ
পথের সম্বল বলে থাকবে না কিছু
বোঝার ভারে ভারাক্রান্ত নুব্জ হলে চলি
স্মৃতিরাও চলে পিছু পিছু।
ফিরে দেখি, পিছনে কি ফেলে গেছি আমি-
কোন ফুল, বৃক্ষ, তৃণ লতা ?
কোনবা মোহিনী মায়া সুরে ভরা গানের লিপিকা
ব্যাকুল হৃদয়ের অশ্রুত বারতা ?
হায়, সেদিন যারা ছিলো মোর সুদিনের সাথী
চলে গেছে একে একে অচিন বিদেশ
ছিলো কতো সুর আর রঙিলা সুবাসিত ফুল
সবই ম্লান, কিছুবা নিঃশেষ!
জীবন তৃষ্ণা আছে ? আজো কি দোলা দেয় বুকে
দু একটা মুগ্ধ ভ্রমর ?
তাদের ভালবাসা ছাড়া কিছুই চাইনা আর
সম্মুখে ডাকে বছর সত্তর !