পরীক্ষার পরীক্ষা নীলে আশ্বাসী ভুলের
সম্ভাবনা মিলে আলোর নক্ষত্র
আর কোটি সম্ভাবনার মূলে ফুটে আছে
আমাদের আগামী প্রশ্বাসের প্রজাপতি প্রাণ
প্রতিটি বীজের চক্রে ঘোরে ফল নয়
অঙ্কুরের সম্ভাবনা স্রোত
দুঃখ ও আনন্দের মধ্যে আছে এক
অনির্বাণ অদৃশ্য সেতুর সংগ্রাম
সাধক সেতুর উপরে আস্থা হারালে
মানসিক করোটির ভূত চরে জীবনের জিনে
ভাবনার ভীড় এসে জমা হয় সেই
চিরায়ত চলমান নদীর অনুষঙ্গ আশ্রমে
যে কিনা ভিন্ন ও অভিন্নের আশ্চর্য গণিত
আমাদের আশংকার আশা অপেক্ষা করে আছে
সিসিফাস চেষ্টার পাললিক পালে
চলো আমরা শতাব্দীর শোক ফুঁড়ে
সততার স্বপ্ন সন্ধানে যাই